নাসিকের চাষি ৭৫০ কেজি পেঁয়াজ বেচে পাওয়া মাত্র ১০৬৪ টাকা মোদিকে পাঠানোর পর মহারাষ্ট্রের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্র
Web Desk, ABP Ananda | 04 Dec 2018 07:40 PM (IST)
মুম্বই: ফসলের নামমাত্র দাম পেয়ে পেঁয়াজ চাষি সেই সামান্য অর্থ ক্ষোভে, হতাশায় পাঠিয়েছেন নরেন্দ্র মোদিকে। মহারাষ্ট্রের নাসিকের নিফাদ তহসিলের কৃষক সঞ্জয় শাঠের এই পদক্ষেপে নড়েচড়ে বসে দেবেন্দ্র ফঢ়নবিশ সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কেন্দ্র। এবারের মরসুমে ৭৫০ কেজি পেঁয়াজ বেচে মাত্র ১০৬৪ টাকা পেয়েছেন বলে দাবি সঞ্জয়ের। প্রচণ্ড রাগে সেই টাকা মানি অর্ডার করে তিনি গত ২৯ নভেম্বর পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিলে। ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’ সম্বোধন করে সেই অর্থ পাঠিয়েছেন সঞ্জয়। নাসিকের অস্থায়ী রেসিডেন্ট কালেক্টর শশীকান্ত মাংগ্রুলে বলেছেন, রাজ্য সরকার কেন্দ্রের পক্ষ থেকে এখানকার পেঁয়াজের ফলন ও মানি অর্ডার করে টাকা পাঠানো ওই চাষি কী অবস্থায় রয়েছেন, বিস্তারিত জানাতে বলেছে। বর্তমানে নাসিক অঞ্চলে পেঁয়াজের ফলন নিশ্চিত ভাবেই বেড়েছে। আমরা যাবতীয় তথ্য রিপোর্টে উল্লেখ করে সরকারকে পাঠিয়েছি। পরবর্তী নির্দেশের অপেক্ষা করছি। এদিকে সঞ্জয়ের বক্তব্য, তিনি আশাবাদী যে, কেন্দ্র নাসিক অঞ্চলের সব পেঁয়াজ চাষির সুবিধায় কিছু না কিছু করবে। তিনি বলেছেন, টাকা পাঠানোর মাধ্যমে গোটা কৃষক সমাজের হতাশা, দুরবস্থা, ক্ষোভের প্রতিফলন ঘটাতে চেয়েছি। ঘটনাচক্রে ভারতে মোট পেঁয়াজ উত্পাদনের ৫০ শতাংশই হয় নাসিকে। ২০১০-এ তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় তাঁর সঙ্গে সামনাসামনি কথা বলিয়ে দেওয়ার জন্য যে গুটিকয়েক চাষিকে কেন্দ্রের তরফে বাছাই করা হয়েছিল, তাদের মধ্যে ছিলেন সঞ্জয়। তিনি বলেছেন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে তিনি নেই, কিন্তু কৃষকদের সমস্যার প্রতি সরকারের ‘উদাসীনতা’র বিরুদ্ধে তাঁর প্রতিবাদ।