মুম্বইকেন্দ্রের উচিত পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠাতে পদক্ষেপ করা। মহারাষ্ট্রে আটকে পড়ে বহু শ্রমিককে বাধ্য হয়ে দিনযাপন করতে হচ্ছে করোনার হটস্পট ধারাভিতে। পরিযায়ী শ্রমিকদের পক্ষে এবার কেন্দ্রের কাছে দাবি জানাল শিবসেনা।


শিবসেনার মুখপত্র ‘সামনা’ য় বলা হয়, 'কেন্দ্রের উচিত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা যাতে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারে। শ্রমিকেরা যদি সড়কপথে পায়ে হেঁটে বাড়ি ফেরেন তা তাঁদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। কেন্দ্র শ্রমিকদের দায়িত্ব কখনোই ঝেড়ে ফেলতে পারে না। গুজরাতি পর্যটকদের  উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে ফেরাতে কেন্দ্র যতটা তৎপরতা দেখিয়েছিল ততটাই দেখানো উচিত পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও।এই বাড়িছাড়া শ্রমিকেরা যদি সবাই একবার রাস্তায় নেমে আসে কী পরিস্থিতি হবে, প্রশ্ন তোলা হয় শিবসেনার তরফে।

কারও নাম না করেই শ্রমিকদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে উস্কানি দেওয়া   হচ্ছে বলে অভিযোগ করে শিবসেনা। এর আগেও  সামনা’-তে লকডাউনে বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিল শিবসেনা। উদ্ধব ঠাকরে বলেছিলেন, 'শ্রমিকদের রাজ্যের শাসন ব্যবস্থার ওপর বিশ্বাস রাখতে হবে যে সরকার তাদের খাদ্য ও বাসস্থানের আয়োজন করবে। তবে যদি অন্য কোনও রাজ্য শ্রমিকদের জন্য পদক্ষেপ নেয়, তবে তা অনুসরণ করতে হবে সেই কাজের।'

সম্প্রতি গ্রামীণ এলাকায় কাজের ব্যবস্থা করার বিষয়ে মন্তব্য করেন নীতিন গডকরি। শিবসেনার তরফে সেই সূত্র ধরে বলা হয়,  'গডকরি যা বলেছেন তা সত্যি চিন্তার বিষয়। এই পরিযায়ী শ্রমিকরা যদি তাঁদের বাসস্থান উত্তরপ্রদেশঅন্ধ্রপ্রদেশবিহারমধ্যপ্রদেশে ফিরে যেতে চানতাহলেও প্রশ্নের মুখে পড়বে তাঁদের অন্ন সংস্থান। দেশের বর্তমান অবস্থায় দেখা দেবে জীবিকার অভাব।'