নয়াদিল্লি: ২ থেকে ৪ শতাংশ হারে মহার্ঘ্যভাতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। কার্যকরী হবে এ বছরের ১ জানুয়ারি থেকে। ফলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৫৮ লক্ষ পেনশনভোগী।
কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি কেকেএন কুট্টি বলেছেন, কেন্দ্রীয় সরকার ২ শতাংশ হারে মহার্ঘ্যভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সমীক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম দেখা যাচ্ছে, তার ভিত্তিতে মহার্ঘ্যভাতা আরও বাড়ানো উচিত ছিল।
গত বছর কেন্দ্র ৬ শতাংশ হারে মহার্ঘ্যভাতা বাড়ায়। ফলে মহার্ঘ্যভাতা হয় মূল বেতনের ১২৫ শতাংশ। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর মূল বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে মহার্ঘ্যভাতা।
মহার্ঘ্যভাতা বাড়াচ্ছে কেন্দ্র, কার্যকর ১ জানুয়ারি থেকে
Web Desk, ABP Ananda
Updated at:
05 Mar 2017 06:28 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -