নয়াদিল্লি: কাশ্মীর সমস্যার সমাধানসূ্ত্রের খোঁজে ধারাবাহিক আলোচনা প্রক্রিয়া চালাবে কেন্দ্র। সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। জম্মু ও কাশ্মীরের সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গেই কথা হবে এবং এই আলোচনা প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রাক্তন ডিরেক্টর দীনেশ্বর শর্মাকে। তিনিই হবেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। জম্মু ও কাশ্মীরের মানুষের ন্যয্য আশাআকাঙ্খা বোঝার চেষ্টা করবেন তিনি।
তিনি কি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন হুরিয়ত কনফারেন্সের সঙ্গেও আলোচনায় বসবেন, জানতে চাওয়া হলে রাজনাথের জবাব, কার সঙ্গে কথা হবে, সেটা দীনেশ্বরই স্থির করবেন। এ ক্ষেত্রে তিনি ক্যাবিনেট সচিবের সমান গুরুত্ব, মর্যাদা ভোগ করবেন। প্রধানমন্তী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণের ঘোষণার সূত্র ধরেই আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান রাজনাথ। প্রসঙ্গত, লালকেল্লার ওই ভাষণে 'বুলেট বা গালিগালাজ দিয়ে নয়, জম্মু ও কাশ্মীরের মানুষকে বুকে টেনে নিয়েই সমস্যা মেটানো সম্ভব' বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। রাজনাথ বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্যেই সরকারের জম্মু ও কাশ্মীর নীতি ও ওখানকার মানুষের প্রতি মনোভাবের প্রতিফলন ঘটেছে। মোদী সরকার ওখানকার সমস্যার প্রতি সংবেদনশীল।
প্রসঙ্গত, ১৯৭৯ ব্যাচের এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার ২০১৪-র ডিসেম্বর থেকে ২০১৬ পর্যন্ত আইবি-র শীর্ষে ছিলেন। রাজনাথ জানান, শীঘ্রই আলোচনা প্রক্রিয়ার সূচনা হবে, বিশেষ গুরুত্ব দেওয়া হবে কাশ্মীরী যুবসমাজকে। রাজনাথের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।