নয়াদিল্লি: জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদের অবসান হোক, শান্তি বহাল থাকুক, কেন্দ্র শুধু এটাই চায়। আমাদের সরকার এটা মাথায় রেখেই চলবে। বিজেপির তিন বছরের মেহবুবা মুফতির সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
তাঁর পাশাপাশি সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের সওয়াল, রমজানের সময়ও সন্ত্রাসবাদীরা হিংসা চালিয়ে গিয়েছে, যেজন্যই কেন্দ্রীয় সরকারকে সংঘর্ষবিরতি বাতিল করতে হল।
রাজ্যে রাজ্যপালের শাসন জারির ফলে চলতি সামরিক অভিযানের ওপর কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই, তা যথারীতি চলবে বলে জানান তিনি। বলেন, আমাদের কাজে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ হয় না। এও বলেন, কোনও সময়ই বাহিনী কী ভাবে কাজ করবে, সে ব্যাপারে কোনও বিধিনিষেধ চাপানো হয় না। নিরাপত্তা বাহিনীকে খুবই কঠোর নিয়মবিধি মেনে সেই অনুসারে পদক্ষেপ করতে হয়।
সেনাপ্রধান বলেন, সেনা অভিযান চলছিল আগেও। তারপর তা স্থগিত রাখা হয় কেননা আমরা চেয়েছিলাম রমজানে কোনও বাধা-বিঘ্ন ছাড়াই যাতে লোকে প্র্রার্থনা করার সুযোগ পায়। কিন্তু তা সত্ত্বেও সন্ত্রাসবাদীরা তাদের কার্যকলাপ চালিয়ে গিয়েছে। সেজন্যই যুদ্ধবিরতি বাতিল করতে হল। আগে যে ব্যবস্থা নেওয়া হচ্ছিল, তা চলবে।
প্রসঙ্গত, রমজান মাসে জঙ্গি দমন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত গত রবিবার প্রত্যাহার করে কেন্দ্র। ইদের দুদিন আগে সেনা জওয়ান আওরঙ্গজেবের জঙ্গিদের হাতে অপহরণের পর হত্যা ও সাংবাদিক সুজাত বুখারিকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলি করে হত্যার পরই কঠোর লাইন নিয়ে ফের জঙ্গি দমন অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় কেন্দ্র।