নয়াদিল্লি: আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। সরকারি নিরাপত্তার আওতায় আসেন, এমন ভিভিআইপিদের জীবনের আশঙ্কা সম্পর্কিত পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত।


এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে এবার থেকে লালু পাবেন শুধু জেড নিরাপত্তা, আগের মত এনএসজি ব্ল্যাক ক্যাট কম্যান্ডোদের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকবেন না তিনি। এখন থেকে সিআরপিএফের সশস্ত্র কমান্ডো বাহিনী পাহারা দেবে তাঁকে।

পাশাপাশি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝির সিআরপিএফের দেওয়া জেড প্লাস নিরাপত্তা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে শুধু রাজ্য পুলিশ পাহারা দেবে তাঁকে।

কেন্দ্রীয় মন্ত্রী হরিভাই পি চৌধুরীর জেড নিরাপত্তা বেষ্টনী কমিয়ে ওয়াই প্লাস করা হয়েছে। আগে তিনি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী, ফলে নিরাপত্তা বেশি ছিল। এখন হরিভাই কয়লা ও খনি মন্ত্রকের প্রতিমন্ত্রী, তাই তাঁকে বেশি নিরাপত্তা দেওয়া অর্থহীন বলে কেন্দ্র মনে করছে।