তাকে স্বাগত জানিয়ে সঙ্ঘ পরিবারের ট্যুইটার হ্যান্ডলে যৌথ বিবৃতি দিয়ে সংগঠনের প্রধান মোহন ভাগবত ও তাঁর সহকারী সুরেশ জোশী বললেন, সকলের তাদের নিজস্ব স্বার্থ, রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত, সমর্থন করা উচিত বলে অভিমত জানান। তাঁরা বলেছেন, সরকারের এই সাহসী সিদ্ধান্তকে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি। জম্মু ও কাশ্মীর সহ পুরো দেশের স্বার্থেই এর ভীষণ প্রয়োজন ছিল। ৩৭০ বিলোপ: জাতীয় স্বার্থেই ভীষণ জরুরি ছিল কেন্দ্রের সিদ্ধান্ত, মত আরএসএসের
Web Desk, ABP Ananda | 05 Aug 2019 03:09 PM (IST)
সোমবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভাকে জানান, জম্মু ও কাশ্মীরকে বিশেষ সুযোগ, সুবিধা ও অধিকার দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদটি বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতি তাতে সম্মতি দিয়েছেন।
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর সহ গোটা দেশের স্বার্থেই নেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পদক্ষেপ। বলল আরএসএস। সোমবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভাকে জানান, জম্মু ও কাশ্মীরকে বিশেষ সুযোগ, সুবিধা ও অধিকার দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদটি বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতি তাতে সম্মতি দিয়েছেন। তিনি গোটা জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দিতে একটি বিলও পেশ করেন।