পঞ্চকুলা: হরিয়ানার পঞ্চকুলায় গত ২৫ আগস্টের হিংসার ঘটনায় গ্রেফতার ডেরা সাচা সৌদা পরিচালিত একটি ব্যবসায়িক সংস্থার সিইও-কে গ্রেফতার করল পুলিশ। এমএসজি অল ইন্ডিয়া ট্রেডিং ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সিইও সিপি অরোরাকে গতকাল পঞ্চকুলা থেকে হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করেছে। পঞ্চকুলার পুলিশ কমিশনার এএস চাওলা একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, অরোরার বিরুদ্ধে হিংসার ঘটনায় জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ তাঁদের হাতে রয়েছে।এদিন আদালতে পেশ করে তাঁকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। ধৃত সিইও ডেরার অন্যতম শীর্ষ কর্তা পলাতক আদিত্য ইনসানের ঘনিষ্ঠ।ডেরা প্রধান গুরমিত রাম রহিম ধর্ষণ মামলায় আদালত কর্তৃক দোষী ঘোষিত হওয়ার দিন অশান্তির আগুন ছড়িয়ে পড়ে হরিয়ানায়। ৪১ জনের মৃত্যুও হয়।
ধর্ষক বাবা রাম রহিমের তথাকথিত দত্তক কন্যা হানিপ্রীত ইনসানকে আশ্রয় দেওয়ার জন্য ভাতিন্ডার এক মহিলা ও তাঁর ছেলেকে গতকালই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারি এড়াতে যখন হানিপ্রীত পালিয়ে বেড়াচ্ছিলেন তখন পঞ্জাবের জঙ্গিরানা গ্রাম থেকে ভাতিন্ডায় আগত শরনজিত কউর ও তাঁর ছেলে গুরমিত সিংহ তাঁকে আশ্রয় দিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
গত ৩ অক্টোবর হানিপ্রীতকে গ্রেফতার করে পুলিশ।