রায়পুর: ফের মাওবাদী আতঙ্ক ফিরল ছত্তিশগড়ে। রবিবার, দান্তেওয়াড়ায় মাওবাদী বিস্ফোরণে ছয় পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১ জন।


খবরে প্রকাশ, আইইডি ব্যবহার করে নিরাপত্তারক্ষীদের গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। দান্তেওয়াড়া রেঞ্জের ডিআইজি রতনলাল দাঙ্গি জানান, ছত্তিসগড় সশস্ত্র বাহিনী ও জেলা পুলিশের একটি যৌথ টিম সড়ক নির্মাণ সামগ্রী বহনকারী একটি গাড়িকে পাহারা দিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে যাচ্ছিল। চোলনার ও কিরান্দুল গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় বাহিনীর এসইউভি লক্ষ্য করে ওই বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।


তিনি বলেন, সশস্ত্র বাহিনীর তিনজন এবং জেলা পুলিশের ২ জন মারা যান। আহত হন আরও ২ জন। পরে, তাঁরাও মারা যান। জানা গিয়েছে, বিস্ফোরণের পর পুলিশকর্মীদের অস্ত্রশস্ত্রও লুঠ করে মাওবাদীরা। খবর পেয়েই, ঘটনাস্থলের দিকে রওনা দেয় অতিরিক্ত বাহিনী। গোটা এলাকা জুড়ে চিরুনি-তল্লাশি শুরু হয়েছে।