আজমেঢ়: ৮০৫-তম উরস উৎসব উপলক্ষে আজমেঢ়ের খাজা মইনুদ্দিন চিস্তি দরগায় চাদর পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হয়ে আজমেঢ়ে গিয়ে চাদর চড়ান সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর বার্তা হল, খাজা মইনুদ্দিন চিস্তি ভারতের মহান আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক এবং ভারত সহ সারা বিশ্বে সাংস্কৃতিক, সামাজিক ও সাম্প্রদায়িক ঐক্যের অনুপ্রেরণার উৎসস্থল। আমাদের যে কোনও মূল্যে ভারতের জাতীয় ঐক্য এবং সামাজিক ও সাম্প্রদায়িক সংহতি রক্ষা করতে হবে।’
ষষ্ঠ শতকের সুফি সাধক মইনুদ্দিন চিস্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে নকভি বলেছেন, মানুষের মূল্যবোধ রক্ষা করা এবং পৈশাচিক সন্ত্রাসবাদকে দমন করার ক্ষেত্রে চিস্তির বিশ্বশান্তির বার্তা বড় অস্ত্র। ঐক্যের মাধ্যমেই সমাজে ভেদাভেদ ও অশান্তি তৈরি করার চক্রান্ত রোখা সম্ভব। দেশের উন্নতি এবং মানুষের বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই কেন্দ্রীয় সরকারের একমাত্র লক্ষ্য।