নয়াদিল্লি: শুক্রবার থেকে শুরু হওয়া চৈত্র নবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। গত বেশ কয়েক বছর ধরে তিনি নিষ্ঠা ভরে নবরাত্রি পালন করছেন। এবারও করবেন। ন দিন স্রেফ জল খাবেন। কোনও খাবার নয়। কঠোর নিয়মানুবর্তিতা রক্ষা করেই তিনি দলের হয়ে ভোট প্রচারেও যোগ দেবেন। শনিবার তিনি অসমের নওগা, বরপেটা, গুয়াহাটিতে বিজেপির জনসভায় ভাষণ দেবেন। সোমবারই অসমে চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ। তিনি  দেবী কামাখ্যার আশীর্বাদ নিতে যাবেন কামাখ্যা মন্দিরেও।




তিনি যে কামাখ্যা দর্শনে মুখিয়ে রয়েছেন, ট্যুইটারে সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, বহু বছর বাদে নবরাত্রির প্রথম দিনটিতেই কামাখ্যা মন্দিরে পা দিয়ে সেখানে মা কামাখ্যার আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য হল। নিজেকে ধন্য অনুভব করছি।




দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আরেকটি ট্যুইটে লিখেছেন, নতুন বছরের আগমন উদযাপনে দেশের সর্বত্র ভারতবাসীকে শুভেচ্ছা জানাই। নতুন বছরটি সবার জীবনে আনন্দ, খুশি, সমৃদ্ধির জোয়ার আনুক।