মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে চা বিক্রেতা বলে তুলে ধরেন। এই বিষয়টি নিয়েই এবার তাঁকে বিঁধলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁর দাবি, কংগ্রেস গণতন্ত্র টিকিয়ে রেখেছিল বলেই একজন চা বিক্রেতা প্রধানমন্ত্রী হতে পেরেছেন।
মোদীকে আক্রমণ করে মহারাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত এই কংগ্রেস নেতা বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি অনুষ্ঠানেই প্রশ্ন করেন, গত ৭০ বছরে দেশের জন্য কী করেছে কংগ্রেস? আমরা গণতন্ত্র বজায় রেখেছিলাম বলেই তাঁর মতো একজন চা বিক্রেতা প্রধানমন্ত্রী হতে পেরেছেন। ইন্দিরা গাঁধী, রাজীব ও সনিয়া গাঁধীকে ইচ্ছাকৃতভাবে ক্রমাগত আক্রমণ করে চলেছে বিজেপি। কংগ্রেস একটি পরিবার। আমরা সবাই তার সদস্য। ৪৩ বছর আগের জরুরি অবস্থার কথা বলেন মোদী। কিন্তু গত চার বছর ধরে চলা অঘোষিত জরুরি অবস্থা নিয়ে কী বলবেন? কৃষকরা আত্মহত্যা করছেন, কৃষি বিষয়ক প্রকল্পগুলি ব্যর্থ হচ্ছে, কৃষকরা নতুন করে ঋণ পাচ্ছেন না, ব্যবসায় মন্দা দেখা যাচ্ছে। অন্যদিকে, বিজ্ঞাপন বাবদ সরকারের খরচ থামছে না। মোদী সরকারকে যখন ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তখনই মানুষের জীবনে অচ্ছে দিন আসবে।’
দলীয় কর্মীদের উদ্দেশে খাড়গে বলেছেন, ‘আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। কংগ্রেস যদি মহারাষ্ট্রে জয় পায়, তাহলে আমরা সংসদেও জিতব। কেন্দ্রের জয় মহারাষ্ট্রের উপর নির্ভর করছে।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কংগ্রেস গণতন্ত্র বজায় রেখেছিল বলেই চা বিক্রেতা প্রধানমন্ত্রী হতে পেরেছেন, দাবি মল্লিকার্জুন খাড়গের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jul 2018 10:02 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -