নয়াদিল্লি: বিজেপি থেকে ইস্তফা দলের দু বারের রাজ্যসভা সাংসদ চন্দন মিত্রের। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, আমি দলীয় নেতৃত্বকে ইস্তফা পত্র পাঠিয়েছি। তাঁর আগামী দিনের রাজনৈতিক পদক্ষেপ কী হবে, সে ব্যাপারে তিনি মুখ খোলেননি। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা, চন্দনবাবু তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের মঞ্চে তিনি হাজির থাকতে পারেন বলেও শোনা যাচ্ছে।
বিজেপির ঘরোয়া রাজনীতিতে প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর কাছের লোক বলে পরিচিত চন্দন মিত্রকে কেন্দ্রে বিজেপি-এনডিএ সরকার ক্ষমতায় থাকাকালে ২০০৩ সালে প্রথম রাজ্যসভায় মনোনীত করা হয়। ২০১০ সালে মধ্যপ্রদেশ থেকে বিজেপির টিকিটে রাজ্যসভায় নির্বাচিত হন তিনি। তবে নরেন্দ্র মোদী-অমিত শাহ জমানায় দলের ভিতরে তাঁর গুরুত্ব কমতে থাকে।
বিজেপি থেকে ইস্তফা চন্দন মিত্রের, যোগ দিচ্ছেন তৃণমূলে? জল্পনা
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jul 2018 08:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -