চণ্ডীগড়: চণ্ডীগড়ের রাস্তায় প্রবীণ আইএএস অফিসারের কন্যার পিছু ধাওয়ার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত বিকাশ বারালাকে। হরিয়ানার বিজেপি সভাপতি সুভাষ বারালার ছেলে বিকাশ। বুধবার সমন পেয়ে প্রথমে থানায় হাজিরা দিতে আসেননি তিনি। তবে কয়েক ঘন্টা পরে চণ্ডীগড়ের সেক্টর ২৬ থানায় হাজিরা দেন। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
বিকাশের সঙ্গেই গ্রেফতার করা হয় তাঁর বন্ধু অপর অভিযুক্ত আশিস কুমারকেও। তাঁদের বিরুদ্ধে এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ৩৬৫ ধারায় অপহরণের চেষ্টার অভিযোগও যুক্ত করা হয়েছে। এছাড়াও ৫১১ ধারায় অপরাধ ঘটানোর চেষ্টার অভিযোগও দায়ের হয়েছে। বৃহস্পতিবার বিকাশ ও আশিসকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন চণ্ডীগড়ের ডিজিপি তেজিন্দর সিংহ লুথরা। তিনি আরও বলেছেন, ধৃতদের জেরা করা হচ্ছে।
বিকাশ ও তার বন্ধু আসিসের বিরুদ্ধে আইএএস কন্যা পেশায় ডিজে বর্ণিকার পিছু ধাওয়া করে রাস্তা আটকে তাঁকে হেনস্থার অভিযোগ ওঠে। বর্ণিকার অভিযোগ, গত শুক্রবার রাত বারোটা নাগাদ তাঁর গাড়ির পিছনে প্রায় তিরিশ মিনিট ধাওয়া করে এই দুই যুবক। দুই অভিযুক্ত যুবককেই গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ডি এবং ১৮৫ ধারা চাপানো হয়। কিন্তু গ্রেফতারির ঘণ্টাখানেকের মধ্যে তাদের জামিন হয়ে যাওয়ায় ফের বিতর্ক শুরু হয়। এই ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়তে হয় বিজেপিকে। আপাতত সেই বিতর্কে ইতি টানতে বুধবার সকাল এগারোটার সময় ফের জিজ্ঞাসাবাদের জন্যে মূল অভিযুক্তকে থানায় তলব করে চণ্ডীগড় পুলিশ। কিন্তু তখন হাজির হননি বিকাশ। পরে অবশ্য হাজির হয়ে গ্রেফতার হলেন তিনি ও তাঁর বন্ধু।
বিরোধীরা এই ঘটনাকে অস্ত্র করে কেন্দ্র ও হরিয়ানা সরকারের বিরুদ্ধে তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ আনে, সঙ্গে হরিয়ানার বিজেপি প্রধানের ইস্তফাও দাবি করা হয় বিরোধী শিবিরের তরফে। সুভাষ বারালার ইস্তফার সম্ভাবনা বিজেপির তরফে খারিজ করে দেওয়া হয়। তবে গত কয়েকদিন এই ঘটনা প্রসঙ্গে একটাও কথা বলেননি সুভাষ বারালা। অবশেষে প্রথমবার গতকাল মুখ খুললেন প্রধান অভিযুক্তের বাবা সুভাষ বারালা। তাঁর দাবি, বর্ণিকা তাঁর মেয়ের মতো। তারপর তিনি বলেন, আইন আইনের পথে চলবে। আইনের চোখে যে দোষী, তাকে শাস্তি পেতেই হবে। এরপর সুভাষ বারালা বলেন, বিজেপি মহিলাদের ক্ষমতায়নের পক্ষে, কাজেই বর্ণিকাকে বিচার অবশ্যই দেবেন তাঁরা। এই ঘটনায় অভিযুক্তদের অবশ্যই শাস্তি হবে, বলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।
বর্ণিকার পিছু ধাওয়া: চাপের মুখে গ্রেফতার বিকাশ বারালা, অপহরণের চেষ্টার অভিযোগ দায়ের, বৃহস্পতিবার আদালতে পেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Aug 2017 11:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -