নয়াদিল্লি: মোট ১৭৭ কোটি টাকার সম্পত্তি নিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু হয়েছেন দেশের ধনীতম মুখ্যমন্ত্রী। চন্দ্রবাবুর সঙ্গে এই এক্সক্লিউসিভ শ্রেণিতে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২৯ কোটি। এই দুই মুখ্যমন্ত্রীর ঠিক পিছনেই রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৮ কোটি।
সম্প্রতি, দেশের ২৯টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী তাঁদের মোট সম্পত্তির পরিমাণ, শিক্ষাগত যোগ্যতার একটি হলফনামা দাখিল করে। সেখানেই দেখা যায় দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হচ্ছেন চন্দ্রবাবু নাইডু, এবং সবচেয়ে কম সম্পত্তি রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ ৩০ লক্ষ। কোনও স্থাবর সম্পত্তি নেই।
সম্পত্তির পরিমাণে যেমন এগিয়ে অন্ধ্রপ্রদেশ, তেমন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলায় সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র। দেবেন্দ্র ফড়নবীশের বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে। ২২টির মধ্যে তিনটি মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলার তালিকায় ফড়নবীশের পরে রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর বিরুদ্ধে ১১টি অপরাধমূলক মামলা রয়েছে। তৃতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তাঁর বিরুদ্ধে ১০টি অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত থাকার মামলা রয়েছে। মুখ্যমন্ত্রীদের নিয়ে এই সমীক্ষা চালিয়েছিল অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর। সেই সমীক্ষাতেই দেখা গিয়েছে, দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২০ জনের রেকর্ড একেবারে ক্লিন, ১১ জনের বিরুদ্ধে অপরাধমূলক মামলা চলছে। ৮ জনের বিরুদ্ধে বিশেষভাবে গুরুত্বপূর্ণ অপরাধমূলক মামলায় যুক্ত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে।
এডিআর-এর তথ্য অনুযায়ী, ৩১ জনের মধ্যে ২৫ জন মুখ্যমন্ত্রীর গড়ে ১৬ কোটির ওপর সম্পত্তি রয়েছে। এদিকে দেশের তিন জন মুখ্যমন্ত্রী রয়েছেন, যাঁদের সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম। মানিক সরকারের মোট সম্পত্তি ২৬ লক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩০ লক্ষ এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতির মোট সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ।
শিক্ষার দিক থেকে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীই শিক্ষিত। ৩৯ শতাংশ গ্র্যাজুয়েট, ৩২ শতাংশ প্রফেশনাল, ১৬ শতাংশ পোস্ট গ্র্যাজুয়েট। শুধুমাত্র ১০ শতাংশ মুখ্যমন্ত্রী রয়েছেন, যাঁরা হাইস্কুল পাস করেছেন। তবে সিকিমের মুখ্যমন্ত্রী পি.কে. চামলিং ডক্টোরেট।
দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু, সম্পত্তি সবচেয়ে কম মানিক সরকারের:এডিআর রিপোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2018 12:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -