মুম্বই: দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং পণ্য ও পরিষেবা কর (জিএসটি) নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি বলেছেন, ‘দেশের মানুষ খুশি নন। পেট্রোপণ্যের দাম এখনও অনেক বেশি। মুদ্রাস্ফীতির হারও বেশি। জিএসটি-তে কর কমানোয় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত যে কর সংগ্রহ করা হয়েছে, সেটা কি ফিরিয়ে দেওয়া হবে? গতকালের ঘোষণা নিয়ে আমার কিছু বলার নেই। কারণ, আমি অর্থনীতিবিদ না। কিন্তু বিগত সরকার সিদ্ধান্তে অটল থাকত। এখন বিরোধীদের চাপ ও মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার ফলে সিদ্ধান্ত বদল করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তের ফলে দেশে আগাম দীপাবলি এসে গিয়েছে। তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করে উদ্ধব বলেছেন, ‘জিএসটি কাউন্সিল যে বদলের কথা ঘোষণা করেছে, সেটা দীপাবলির উপহার নয়। গুজরাতে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই এই বদলগুলির কথা ঘোষণা করা হয়েছে। আরও অনেক বদল দরকার।’
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি-কে আক্রমণ করে চলেছে শিবসেনা। দু’দলের জোট থাকবে কি না, সে বিষয়েও জল্পনা চলছে। এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উদ্ধব বলেছেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গিয়েছে। আমরা জনতার সেবা করার জন্য এসেছি। সেটাই করে যাব। আমরা কাউকে হুঁশিয়ারি দিই না। যখন মনে করি সিদ্ধান্ত নিই।’
জিএসটি কাউন্সিলের নয়া সিদ্ধান্ত দীপাবলির উপহার নয়, মোদীকে কটাক্ষ উদ্ধব ঠাকরের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Oct 2017 04:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -