গতকাল লোকসভায় লিখিত জবাবে কর্মীবৃন্দ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানান, মুখ্য তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের বেতন ও এই পদে থাকার মেয়াদের বিষয়ে নিয়ম চালু করার জন্য ২০০৫ সালের তথ্যের অধিকার আইন সংশোধন করতে চাইছে সরকার। ‘তথ্যের অধিকার (সংশোধনী) বিল ২০১৮’ পেশ করার জন্য রাজ্যসভায় নোটিসও দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাহুল।
এখন মুখ্য তথ্য কমিশনারের বেতন মুখ্য নির্বাচন কমিশনারের সমান। নির্বাচন কমিশনারদের সমান বেতন পান তথ্য কমিশনাররা। তাঁরা পাঁচ বছরের জন্য বা বয়স ৬৫ বছর হওয়া পর্যন্ত (এর মধ্যে যেটি আগে হবে) এই পদে থাকতে পারেন। কেন্দ্রীয় সরকার তথ্যের অধিকার আইনে বদল এনে তথ্য কমিশনারদের মেয়াদ, বেতন ও কাজের অন্যান্য শর্তের উপর নিয়ন্ত্রণ আনতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের। কংগ্রেস সহ বিভিন্ন দল জানিয়ে দিয়েছে, কেন্দ্র যদি তথ্যের অধিকার আইন লঘু করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে লড়াই জারি থাকবে।