মেরঠ: উত্তরপ্রদেশে থাকতে হলে 'যোগী', 'যোগী' বলতে হবে, এমনই ফতোয়া দেওয়া হোর্ডিং দেখা গিয়েছে মেরঠে। ডিস্ট্রিক্ট কমিশনার সহ পুলিশ, প্রশাসনের শীর্ষকর্তাদের বাসভবনের কাছেই এমন হোর্ডিং পড়েছে বলে খবর। সেই হোর্ডিং-য়ে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তাঁর তৈরি যুব সংগঠন হিন্দু যুব বাহিনীর জেলা সভাপতি নীরজ শর্মা পাঞ্চালির ছবি।
পাঞ্চালির ছবি থাকায় মনে করা হচ্ছে, হিন্দু যুব বাহিনীই ওই হোর্ডিং দিয়েছে। একটি হোর্ডিংয়ে লেখা রয়েছে, প্রদেশ মে রেহনা হোগা তো যোগী যোগী কেহনা হ্যায়।
এ ব্যাপারে হইচই শুরু হওয়ায় এসএসপি জে রবীন্দ্র গৌড় জানিয়েছেন, তিনি স্থানীয় পুলিশ গোয়েন্দা ইউনিটের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। রিপোর্ট পাওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
এদিকে যুব বাহিনীর রাজ্য শাখা সদস্য নগেন্দ্র প্রতাপ সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য পাঞ্চালি মাসখানেক আগে সংগঠনের জেলা ইউনিট প্রধান পদ থেকে অপসারিত হয়েছেন বলে জানান। সংগঠনের বদনাম করতে পাঞ্চালি এ ধরনের হোর্ডিং দিয়ে থাকতে পারেন বলেও দাবি করেছেন তিনি।
উত্তরপ্রদেশে থাকতে হলে 'যোগী', 'যোগী' বলতে হবে, মেরঠে হোর্ডিং!
Web Desk, ABP Ananda
Updated at:
15 Apr 2017 05:48 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -