শুরু হল চারধাম যাত্রা, উত্তরাখণ্ড বিপর্যয়ের পর কমেছে তীর্থযাত্রীর সংখ্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 May 2016 02:37 AM (IST)
নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হল চারধাম যাত্রা। সকাল থেকে তীর্থযাত্রীরা রওনা দিয়েছেন কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী ও বদ্রীনাথের উদ্দেশে। তবে ২০১৩-র উত্তরাখণ্ড বিপর্যয়ের পর যাত্রীদের সংখ্যা এখনও আগের থেকে কম। যদিও গত দু’বছরের তুলনায় তাঁদের সংখ্যা বেশি, তার থেকেও বেশি উৎসাহ। তবে রবিবার চামোলিতে মেঘভাঙা বৃষ্টির জেরে চিন্তিত অনেকেই। ধস নামায় বন্ধ রয়েছে কর্ণপ্রয়াগের পাশে বদ্রীনাথ হাইওয়ে। রাস্তা থেকে পাথর সরানোর কাজ চলছে পুরোদমে। এদিনই খুলে যাচ্ছে তিন ধামের দরজা, তবে বদ্রীনাথ ধামের দরজা খুলবে ১১ তারিখ অর্থাৎ পরশু। ভক্তদের সুবিধের জন্য নানা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। কোনও দুর্ঘটনা ঘটলে যাতে সহজে সামলানো যায়, তাই বৈষ্ণোদেবীর মত চারধাম যাত্রাতেও এবার রেজিস্ট্রেশন অত্যাবশ্যক করা হয়েছে। উত্তরাখণ্ডের এই বিখ্যাত চারধাম দুর্গম পর্বত দিয়ে ঘেরা। চারধামের সবথেকে গুরুত্বপূর্ণ কেদারনাথ। সমুদ্র থেকে ৩৫৮৪ মিটার উঁচুতে বাবা কেদারনাথের মন্দির। কেদারনাথের পাশে বদ্রীনাথ। যমুনোত্রী, গঙ্গোত্রী, গৌরীকুণ্ড- এখানকার সব তীর্থই অবস্থিত বিশাল বিশাল পর্বতের কোলে, পাহাড়ি নদীর ধারে। এই চারধামের সিংহদরজা হরিদ্বার। হরিদ্বার থেকে হৃষীকেশ হয়ে যেতে হয় চারধাম। হৃষীকেশ থেকে কেদারনাথের দূরত্ব ২২৫ কিলোমিটার।