থানে: পলাতক ডন দাউদ ইব্রাহিম ও তার দুই ভাই ইকবাল কাসকর ও আনিস ইব্রাহিমের বিরুদ্ধে একটি তোলাবাজি মামলায় চার্জশিট দায়ের করল পুলিশ। মহারাষ্ট্রের থানে জেলা আদালতে জমা পড়েছে এই চার্জশিট।

গত অক্টোবরে এক বহুতল নির্মাতার নালিশের ভিত্তিকে ইকবাল কাসকর ও দাউদ কোম্পানির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। ওই নির্মাতার অভিযোগ, গোরাই এলাকায় ৩৮ একর জমি নিয়ে একটি চুক্তির জন্য কাসকর তাঁকে হুমকি দিয়ে ৩ কোটি  টাকা আদায় করে। তদন্তে উঠে আসে এই ঘটনায় দাউদ ও আনিসেরও ভূমিকা রয়েছে।

কয়েকহাজার পাতার চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণের তালিকা রয়েছে। রয়েছে জমি চুক্তি সংক্রান্ত কাগজপত্র ও টাকা দেওয়ার প্রমাণ। সাক্ষীদের বয়ানও রয়েছে তাতে। ইকবাল ও তার ২ সঙ্গীকে গত বছর সেপ্টেম্বরে ৩০ লাখ টাকার তোলাবাজি ও ৪টি ফ্ল্যাট আদায় সংক্রান্ত অন্য একটি ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।