গাড়িতে স্মৃতি ইরানির 'পিছু নেওয়া', দিল্লি বিশ্ববিদ্যালয়ের ৪ পড়ুয়ার বিরুদ্ধে চার্জশিট
Web Desk, ABP Ananda
Updated at:
17 Apr 2018 01:46 PM (IST)
নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে দুর্ব্যবহার, তাঁর পিছু নেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে চার্জশিট দিল দিল্লি পুলিশ। এরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। মেট্রপলিট্যান ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা সাওয়ারিয়ার এজলাসে চার্জশিট পেশ হলে তিনি সেটি গ্রহণ করে ১৫ অক্টোবর শুনানির দিন স্থির করেন।
ওই চারজন হল সীতাংশু, করন, অবিনাশ ও অমিত। পিছু নেওয়া, অপরাধমূলক ভীতিপ্রদর্শন, একজন মহিলার সম্ভ্রমহানির মতলবের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এরা জামিনে রয়েছে। সেটা মাথায় রেখে বিচারক বলেন, চার্জশিটে উল্লেখ করা অপরাধ খতিয়ে দেখার জন্য গ্রহণ করা হল। সামগ্রিক তথ্য ও পারিপার্শ্বিকতা বিবেচনা করে দেখা যাচ্ছে, অভিযুক্তদের সমন পাঠানোর মতো পর্যাপ্ত নথি আছে।
২০১৭-র এপ্রিল পুলিশ জানায়, চার মাতাল ছাত্র দিল্লির ল্যুটিয়েনে গাড়ি নিয়ে স্মৃতির গাড়িকে ধাওয়া করে। অভিযোগ পেয়ে পুলিশ ওদের গাড়িটি অনুসরণ করে ধরে ফেলে। চার ছাত্রকে রাজধানীর কূটনৈতিক পাড়ায় চানক্যপুরী থানায় আটক করা হয়। ঘটনাটি ঘটেছিল মার্কিন দূতাবাসের কাছে।
ধৃত চারজনই ১৮-১৯ বছরের। পুলিশ জানায়, অভিযুক্তদের মেডিকেল পরীক্ষায় তাদের রক্তে অ্যালকোহলের নমুনা পাওয়া গিয়েছিল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -