মুম্বই: অর্থ পাচারের মামলায় বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের ঘনিষ্ঠ সহযোগী আমির গজদারের বিরুদ্ধে চার্জশিট দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত ১৬ ফেব্রুয়ারি আমিরকে গ্রেফতার করা হয়। আজ ২৫০ পাতার যে চার্জশিট দিয়েছে ইডি, তাতে জাকিরের বোন, ইসলামিক রিসার্ট ফাউন্ডেশনের হিসাবরক্ষক, ইডি-র এক আধিকারিক এবং স্বয়ং আমির সহ পাঁচ জনের বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। সোমবার এই মামলার পরবর্তী শুনানি।
সম্প্রতি জাকিরের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিশেষ আদালত। গত বছরের ডিসেম্বরে অর্থ পাচারের মামলা দায়ের করে ইডি। বারবার সমন পাঠানো হলেও, দেশের বাইরে থাকা জাকির জেরার জন্য হাজিরা দেননি। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহীতে আছেন জাকির। এই দেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে। ফলে গ্রেফতার করে জাকিরকে ভারতে নিয়ে আসা হতে পারে বলে ইডি সূত্রে খবর।
অর্থ পাচারের মামলায় জাকির নায়েকের সহযোগীর বিরুদ্ধে এফআইআর
Web Desk, ABP Ananda
Updated at:
15 Apr 2017 11:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -