বিদ্যুৎ দফতরের কাছে খবর ছিল, ওই ঝুলঝুলি গ্রামে বিদ্যুৎ চুরি হচ্ছে। অভিমন্যুর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। ছিল পুলিশও। হুকিংয়ের ভিডিও তোলেন তাঁরা। তাতেই প্রচণ্ড চটে যায় স্থানীয় লোকজন। কিছুক্ষণের মধ্যে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয় মারমুখী জনতা। বিদ্যুৎ দফতরের কর্মীদের বলা হয় ক্যামেরা তাদের দিয়ে দিতে। যে কোনও মুহূর্তে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বুঝে পুলিশ সরকারি কর্মীদের চলে যেতে বলে।
মারমুখী গ্রামবাসীদের পুলিশ আটকে রাখলেও কয়েকজন বাইকে চড়ে তাড়া করে আধিকারিকদের। একজন আবার বাইকে করে তাঁদের গাড়ির একেবারে কাছে চলে আসে। চালককে হুমকি দিতে থাকে, গাড়ি না থামালে প্রচণ্ড পেটাবে। ভয় পেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, গাড়ি ঘুরে গিয়ে ধাক্কা মারে পাশের গাছে।
২৮ বছরের অভিমন্যুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। চালক সহ বাকিরা গুরুতর আহত হয়েছেন। যে হুমকি দিচ্ছিল, দুর্ঘটনার পর চম্পট দেয় সে।
পুলিশ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।