নয়াদিল্লি: সঙ্গীদের সঙ্গে ক্রিকেট খেলছিল ছয় বছরের শিশু। বল গিয়ে পড়ে একটি নালায়। সেই বল কুড়োতে গিয়ে নালায় পড়ে জলে ডুবে মারা গেল ওই শিশু। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিল্লির মালবিয়া নগর এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম রাজা বাবু। হউজরানি এলাকায় সে তার বাবা-মা ও বোনের সঙ্গে থাকত।
পুলিশ জানিয়েছে, বল কুড়োতে গিয়ে নালায় পড়ে গেলেও তার খেলার সঙ্গীরাও কাউকে কিছু জানায়নি। ঘন্টাখানেক পর নালার পাশ দিয়ে যাওয়ার সময় তিন ব্যক্তি রাজার দেহ জলে ভাসতে দেখে তাকে নালা থেকে তুলে আনেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশকে খবর দেওয়া হয়। সেই সঙ্গে রাজার বাবা-মাকেও দুর্ঘটনার খবর দেওয়া হয়। এইএমসের হাসপাতালের মর্গে ওই শিশুর দেহ রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা পূর্ত্ত বিভাগের কাছে নালার ঢাকা ভেঙে যাওযার কথা জানিয়েছিলেন। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।
ওই নালার রক্ষণাবেক্ষনের দায়িত্ব কোন সংস্থার তা এখন খতিয়ে দেখছে পুলিশ। মৃত শিশুর বাবা পেশায় দর্জি। তাঁর আসল বাড়ি বিহারে।
বল কুড়োতে গিয়ে খোলা নালায় পড়ে মৃত্যু ৬ বছরের শিশুর
ABP Ananda, web desk
Updated at:
20 Jan 2017 09:39 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -