রায়পুর: তিন মহিলাসমেত সাত নকশাল ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার ওড়িশা সীমান্তবর্তী নাগরনার থানার অধীনে তিরিয়া গ্রামের কাছে জঙ্গলের ভিতরে গুলির লড়াই হয় দুপক্ষের।
ডিআইজি (নকশাল দমন অভিযান) সুন্দররাজ পি জানান, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও ছত্তিশগড় পুলিশের এসটিএফের একটি যৌথ দল দুই রাজ্যের সীমান্ত বরাবর জঙ্গলে ঢুকে নকশাল-দমন অপারেশন চালাচ্ছিল। দলটি রায়পুর থেকে প্রায় ৪০০ কিমি দূরে তিরিয়া জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই এনকাউন্টার হয়। পরে ঘটনাস্থল থেকে সাত উগ্রপন্থীর লাশ উদ্ধার হয়। একটি ইনসাস রাইফেল, চারটি .৩০৩ রাইফেল ও একাধিক বন্দুক উদ্ধার হয় বলে জানান সুন্দররাজ। টহলদার দলটি এখনও শিবিরে না ফেরায় ঘটনার আরও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানান ডিআইজি।
বস্তারে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত তিন মহিলা সহ সাত নকশাল
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jul 2019 08:00 PM (IST)
ডিআইজি (নকশাল দমন অভিযান) সুন্দররাজ পি জানান, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও ছত্তিশগড় পুলিশের এসটিএফের একটি যৌথ দল দুই রাজ্যের সীমান্ত বরাবর জঙ্গলে ঢুকে নকশাল-দমন অপারেশন চালাচ্ছিল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -