নয়াদিল্লি: ডিসেম্বর ২০১৭ থেকে ফেসবুক মোবাইল ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে বেশ কিছু মোবাইলে। তারমধ্যে রয়েছে ব্ল্যাকবেরি OS, ব্ল্যাকবেরি 10, উইনডোজ ফোন 8.0। হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, এই প্ল্যাটফর্মগুলোয় ম্যাসেজিং অ্যাপ চালু রাখার জন্যে নয়া ফিচার তৈরি করেনি সংশ্লিষ্ট সংস্থা। তাই যেকোনও সময় এই ফোনে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ।
প্রসঙ্গত, এই ফোনগুলিতে হোয়াটসঅ্যাপের নানা ফিচার চালু রাখার জন্যে যে বিশেষ ক্ষমতা চাই সেগুলো নেই।
গ্রাহকদের হোয়াটসঅ্যাপের তরফে আবেদন করা হয়েছে, তাঁরা যদি এই ফিচার বিশিষ্ট ফোনগুলি ব্যবহার করেন, তাহলে যেন অবিলম্বে তাঁরা নতুন OS ভার্সানে সুইচ করে যান। অথবা তাঁরা অ্যান্ড্রোয়েডের OS 4.0+, আইফোন iOS 7+, উইনডোজ ফোন 8.1+ ব্যবহার শুরু করেন। কারণ, এই ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ থাকবে আগের মতোই।
এছাড়া হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে নোকিয়া S40 ফিচার ফোনেও। প্রসঙ্গত, একসময় নোকিয়াও তাদের ফিচার ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করত। এই S40 যথেষ্ট পুরনো ভার্সানের মধ্যেই পড়ে।
এদিকে পয়লা ফেব্রুয়ারি ২০২০ সালের পর হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে সেই সমস্ত অ্যান্ড্রোয়েড ফোনে যে ভার্সানগুলো অ্যান্ড্রোয়েড জিঞ্জারব্রেডের ২.৩.৭-এর থেকে পুরনো। আগামী দুবছরের মধ্যে আশা করা হচ্ছে অ্যান্ড্রোয়েড ওয়ার্ল্ড নতুন ভার্সানে চলে যাবে, এবং অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীরা হোয়াটাসঅ্যাপের সুবিধা একইভাবে পাবেন।
আপাতত ৯৯ শতাংশ ফোনে হোয়াটসঅ্যাপের সুবিধা একইরকম ভাবেই পাবেন গ্রাহকরা।অতএব বর্ষবরণের আগে চিন্তার কোনও কারণ নেই।
৩১ ডিসেম্বর থেকে কিছু ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ, কোন ফোন সেগুলো জানব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Dec 2017 03:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -