নয়াদিল্লি: রাখে হরি মারে কে! তিনতলার ছাদ থেকে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেল নৃশংসতার শিকার হওয়া কুকুর ছানা।

এক পশুপ্রেমি জানিয়েছেন, কুকুরটি বেঁচে গেলেও গুরুতর জখম হয়েছে। পায়ের আঘাত এতটাই বেশি যে, ভালো করে হাঁটতে পারছে না। চিকিত্সা চলছে তার। সমাজকর্মী শ্রবণ কৃষ্ণন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কুকুরটির ছবি পোস্ট করেছেন।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও নিয়ে নিন্দার ঝড় ওঠে। তাতে দেখা যায়, তিনতলার ছাদ থেকে একটি কুকুরকে নির্দয় ভাবে হাসতে হাসতে ছুঁড়ে ফেলছে এক যুবক! গৌতম সুদর্শন নামে ওই যুবক আবার তামিলনাড়ুর একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্র। সেই ঘটনার ভিডিওগ্রাফি করেছে তারই এক বন্ধু। অমানবিক এই ভিডিও ঘিরে শোরগোল দেশ জুড়ে। অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় পশুপ্রেমিরা।

ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তার ও তার সেই বন্ধুর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পশু কল্যাণ কর্মী অ্যান্টনি ক্লেমেন্ট রুবিন এবং আরও কয়েকজন সমাজকর্মী গৌতমের বিরুদ্ধে এফআইআর করেছে।

দেখুন সেই নৃশংস ভিডিও: