চেন্নাই:  ভিড়ে ঠাসা চেন্নাইয়ের লোকাল ট্রেনের ফুটবোর্ডে দাঁড়িয়ে ছিলেন চার যাত্রী। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁদের। ঘটনায় জখম দশ।

ঘটনাটি ঘটেছে সকালের ব্যস্ত সময়। সেই সময় বেশ কয়েকজন যাত্রী দেওয়ালে ধাক্কা খেয়ে পড়ে যান। সেন্ট থমাস মাউন্ট স্টেশনে ঘটনাটি ঘটেছে।




সূত্রের খবর, ব্যস্ত সময় ভিড় এড়াতে বহু যাত্রীই লোকাল ট্রেনের ফুটবোর্ডে দাঁড়িয়ে যাতায়াত করেন। আজ ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।