চেন্নাই: ছটি খুনের অভিযোগ-সহ ৫০টি মামলা রয়েছে এমন এক ব্যক্তিকে দলে যোগদান করাতে গিয়ে রীতিমতো ’মুখ পুড়ল‘ তামিলনাড়ু বিজেপি-র। দলের রাজ্য সভাপতি এল মুরগনের উপস্থিতিতে সোমবার গ্যাংস্টার রেধিল্লা সূর্যের বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সে কাজ আর সম্পূর্ণ হল না, পুলিশ পৌঁছতেই দলবল নিয়ে চম্পট দেয় ওই গ্যাংস্টার। এক অপরাধীকে দলে নেওয়ার চেষ্টার ঘটনায় বিরোধীদের তোপের মুখে বিজেপি। সূর্যের অতীত সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
তামিলনাড়ুর বান্দালুরে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে রেধিল্লা সূর্যকে দলে যোগদান করানোর আয়োজন করেছিল বিজেপি। যেহেতু রাজ্য সভাপতির উপস্থিতিতে ওই গ্যাংস্টারের পদ্মশিবিরে যোগদানের আয়োজন করা হয়েছিল, তাই বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু বাধ সাধল পুলিশ। সূর্যের খবর পেয়ে চেঙ্গালপাট্টু থানার পুলিশ সেখানে হাজির হয়। পুলিশকে দেখা মাত্রই গাড়ি করে চম্পট দেয় ওই গ্যাংস্টার। সূর্যের চার সঙ্গীর গাড়ি তল্লাশি করে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র। বেআইনি ভাবে অস্ত্র রাখার অভিযোগে ওই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই অনুষ্ঠানের প্রস্তুতির ভিডিয়ো ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে।
এই ঘটনার পরেই রাজনীতিতে দুর্বৃত্তায়নের অভিযোগ বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। বেগতিক দেখে গোটা ঘটনার দায় দলের এক কর্মীর উপরে চাপিয়েছেন রাজ্য সভাপতি মুরগন। তিনি বলেছেন, ’’যাদের বিজেপি-তে যোগ দেওয়ার কথা ছিল, তাদের অতীত কার্যকলাপ সম্পর্কে মুরগন কিছুই জানতেন না। পরিবারের একটি বিবাহ অনুষ্ঠান উপলক্ষে দলে যোগদানের ব্যবস্থা করেছিলেন এক দলীয় কর্মী।‘‘
মুরগনের এই অজুহাতে অবশ্য চিড়ে ভিজছে না। বিরোধীরা মনে করিয়ে দিচ্ছেন, সম্প্রতি কালভেত্তু রবি ওরফে রবিশঙ্কর এবং সত্যরাজ নামে দুই কুখ্যাত গ্যাংস্টার বিজেপি-তে যোগ দিয়েছেন। দলের রাজ্য দফতরে তাদের দলে যোগদানের অনুষ্ঠানে হাজির ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কারু নাগরাজন। রবির বিরুদ্ধে ছটি খুন, ১৩টি তোলাবাজি, খুনের চেষ্টা-সহ বহু অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। সম্প্রতি সালেম জেলার যুব বিজেপির সভাপতি করা হয়েছে জে জে মুরলিধরনকে। তাঁর বিরুদ্ধে দুটি খুনের মামলা, দুটি ডাকাতি-সহ বেশ কিছু অভিযোগ রয়েছে।
চেন্নাইতে বিজেপি-তে যোগ দিতে গিয়ে পুলিশ দেখে দলবল নিয়ে চম্পট গ্যাংস্টারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Sep 2020 09:33 PM (IST)
সূর্যের অতীত সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -