চেন্নাই: টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত তামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চল। চেন্নাই এবং উত্তর কাঞ্চিপুরমের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল-কলেজ আজও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে তথ্য প্রযুক্তি সংস্থাগুলোকেও আজ বন্ধ রাখার আর্জি জানিয়েছে তামিলনাড়ু সরকার। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী দুদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ুতে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে দক্ষিণ তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতরের।
যুদ্ধকালীন তত্পরতায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারের কাজ চালাতে বলেছেন সে রাজ্যের সরকার। বৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পলানিস্বামী। ভারী বৃষ্টির ফলে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। নীচু জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। টানা বৃষ্টির জেরে পানীয় জলেরও সঙ্কট দেখা দিয়েছে দক্ষিণ ভারতের এই রাজ্যে। বৃহস্পতিবার বিদ্যুতস্পৃশ্য হয়ে দুজন শিশুর মৃত্যু হয়েছে।