চেন্নাই: আল কায়দার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণার ছক কষছিল ২৩ বছরের তথ্যপ্রযুক্তি কর্মী দাউদ সুলেইমান। গোপন সূত্রে খবর পেয়ে, চেন্নাই থেকে তাকে গ্রেফতার করল এনআইএ।
দাউদ সুলেইমান, আল কায়দার আদর্শে অনুপ্রাণিত। তার বিরুদ্ধে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাসমূলক কাজকর্ম চালানোর অভিযোগ রয়েছে। কর্ণাটকের আদালত চত্বর ও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় একাধিক বিস্ফোরণ মামলায়ও নাম জড়িয়েছে সুলেইমানের। দেশের বিরুদ্ধে জেহাদ ঘোষণা এবং মানুষকে তাতে অনুপ্রাণিত করাই ছিল দাউদের অন্যতম প্রধাণ কাজ।
সুলেইমান ইরোডে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি টেক পাশ করেছে। সিস্টেম অ্যানালিস্ট হিসেবে একটি বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করত দাউদ। সোমবার চেন্নাই থেকে তাকে গ্রেফতার করে এনআইএর একটি দল। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়।
দেশের বিরুদ্ধে জেহাদ ঘোষণার ছক, এনআইএ-র জালে চেন্নাইয়ের তথ্যপ্রযুক্তি কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Nov 2016 09:43 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -