চেন্নাই: হারানো ছেলেকে খুঁজে পেতে দীর্ঘ কয়েক বছরের লড়াই চালিয়েছেন। অবশেষে হদিশ পেলেন ছেলের 'অপহরণকারী'র। চেন্নাইয়ের আন্না সত্য নগর একালার বাসিন্দা ৩৭ বছরের মহিলা তিরুমঙ্গলম থানায় এসে অভিযোগ করলেন, ১৩ বছর আগে তাঁর ছেলে নিখোঁজ হয়ে গিয়েছিল। তাঁর সেই সন্তান এখন কামরাজনগরের এক ঠিকাদারের বাড়িতে ছেলে হিসেবে রয়েছে।
বিজয়া নামের ওই মহিলা ও তাঁর স্বামী ভেলুর দাবি, তাঁদের ছেলেকে অপহরণ করেছিলেন তাঁদেরই প্রাক্তন প্রতিবেশী জ্ঞানশেখরন। বর্তমানে জ্ঞানশেখরন একজন সফল ব্যবসায়ী। তিনিকামরাজ নগরের তিরুমঙ্গলম এলাকায় থাকেন।
গত ৪ মে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে জ্ঞানশেখরনকে দেখতে পান বিজয়া। এরপর সেই টেলিভিশন চ্যানেলের অফিসে গিয়ে জ্ঞানশেখরন সম্পর্কে খোঁজখবর করেন। সব কথা জেনে চ্যানেল কর্তৃপক্ষ বিজয়া ও জ্ঞানশেখরনের মধ্যে বৈঠকের ব্যবস্থা করে। কিন্তু বিজয়া এসেছেন জানতে পেরে বৈঠকে আসেননি জ্ঞানশেখরন।
বিজয়া জ্ঞানশেখরেন ঠিকানা যোগাড় করে গত বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ হন। ছেলে বিক্রম ওরফে মনোজকে ফিরে পেতে তিনি পুলিশের সাহায্য চান।
পুলিশ জ্ঞানশেখরনকে তলব করে। কিন্তু জ্ঞানশেখরন দাবি করেন, বিজয়ার চার সন্তান। জন্মের সময় অসুস্থ ছিল বিক্রম। এজন্য বিক্রমকে তাঁর হাতে তুলে দেন বিজয়া। বর্তমানে জ্ঞানশেখরন ও তাঁর তৃতীয় স্ত্রীর সন্তান হিসেবে রয়েছে সে। এখন সে নবম শ্রেণীতে পড়ছে।
পুলিশ গত শুক্রবার বিক্রমকে ডেকে পাঠিয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাকে পুরো ঘটনা বোঝানোর চেষ্টা করে। কিন্তু বিক্রম এখন তার আসল বাবা-মায়ের কাছে রাতারাতি ফিরে যেতে স্বচ্ছন্দ বোধ করছে না। কারণ, এতদিন সে জ্ঞানশেখরন ও তাঁর পত্নীকেই বাবা-মা বলে জেনে এসেছে।
শেষপর্যন্ত সপ্তাহের ছুটির দিন বিজয়ার বাড়িতে যেতে রাজি হয় বিক্রম। কিন্তু বিজয়া এই প্রস্তাবে রাজি নন। তিনি ছেলেকে ফিরে পেতে চান।
বিক্রম জ্ঞানশেখরনের বাড়িতে ফিরে গিয়েছে। পুলিশ মনে করছে, বিষয়টি আদালতেই নিষ্পত্তি হতে পারে।
১৩ বছর পর ছেলের ‘অপহরণকারী’র হদিশ করলেন মহিলা
ABP Ananda, web desk
Updated at:
13 May 2017 11:42 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -