নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হওয়া ৬টি সহযোগী ব্যাঙ্কের চেকবই বছরের প্রথম দিন থেকে অবৈধ হল। এর আগে, সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহকদের নতুন চেকবই তুলতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়।
গত বছরের ১ এপ্রিল থেকে স্টেট ব্যাঙ্কের পাঁচটি সহযোগী ব্যাঙ্ক—স্টেট ব্যাঙ্ক অফ বিকানের ও জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ মহীশূর, স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কুর, স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা এবং স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ। একইসঙ্গে ভারতীয় মহিলা ব্যাঙ্কও জুড়ে যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে।
স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এখন থেকে নতুন চেকবই পেতে সংশ্লিষ্ট ৬টি শাখা ব্যাঙ্কের গ্রাহকরা আইএনবি, এসবিআই এনিহোয়্যার, এসবিআই মিঙ্গল (ওয়েব অ্যাপ) অথবা নিকটবর্তী এটিএম মারফৎ আবেদন করতে পারেন।
আপনি যদি এই ৬টি ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাকে জানতে হবে এই বিষয়গুলি—
১. মার্জ হওয়ার পর ব্যাঙ্কের নতুন ওয়েবসাইট- http://www. onlinesbi.com
২. অনলাইন এসবিআই ওয়েবসাইটে নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা নেওয়ার জন্য নতুন করে রেজিস্টার করার প্রয়োজন নেই। আগের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়েই লগ-ইন করা যাবে।
৩. নতুন করে মোবাইল নম্বর নথিভুক্ত করারও প্রয়োজন নেই।
৪. নতুন করে ই-মেল আইডি রেজিস্টার করার প্রয়োজন নেই।
৫. থার্ড পার্টি সুবিধা ও সুযোগ যা আগে আপনি পেতেন, তা এখনও মিলবে।
৬. আগের ব্যাঙ্কের কাছে দায়ের করা চালু নির্দেশ এখানেও বহাল থাকবে। তাতে কোনও পরিবর্তন হবে না।
৭. এনইএফটি/আরটিজিএস চার্জে পরিবর্তন আসবে। আজ থেকে তা এসবিআই-এর চার্জ অনুযায়ী তা ধার্য করা হবে।
৮. আপাতত, পুরনো ব্যাঙ্কেই আপনি আপনার এফডি বা রেকারিং ডিপোজিট জমা করতে পারবেন। পরে, তথ্য হস্তান্তর হলে, সেগুলি স্টেট ব্যাঙ্কের নিয়মানুসারে ব্যবহার করা যাবে।