বরাবাঁকি (উত্তরপ্রদেশ): মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া চেক বাউন্স করায় জরিমানা উত্তরপ্রদেশে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় সপ্তম স্থানাধিকারীর। অলোক মিশ্র নামে ওই পড়ুয়াকে গত ২৯ মে লখনউয়ে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরীক্ষায় ৯৩.৫ শতাংশ নম্বর পেয়েছে সে। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর হাতে তুলে দেন এক লক্ষ টাকার চেক। ৫ জুন সেই চেক লখনউয়ের ব্যাঙ্কে জমা দেন অলোকের বাবা। কিন্তু তাঁদের উচ্ছ্বাস ফিকে হয়ে যায় যখন ব্যাঙ্ক থেকে জানানো হয়, সই না মেলায় চেকটি বাউন্স করেছে।
চেকে সই ছিল বরাবাঁকির জেলা স্কুল ইনস্পপেক্টর রাজ কুমার যাদবের। সইয়ের গণ্ডগোলের জন্য জরিমানাও হয় অলোকের।
ইয়ং স্ট্রিম ইন্টার কলেজের ছাত্র অলোক বলেছে, মুখ্যমন্ত্রীর হাত থেকে চেক নিয়ে দারুণ লেগেছিল। কিন্তু ব্যাঙ্কে জমা দেওয়ার দুদিন বাদেই যখন জানলাম চেকটা বাউন্স করেছে, মনটা ভেঙে যায়।
যোগাযোগ করা হলে রাজ কুমার যাদব জানান, ওই ছাত্রকে আরেকটি চেক দেওয়া হয়েছে, বিষয়টি মিটে গিয়েছে। আর কোনও পড়ুয়া এ ধরনের অভিযোগ করেনি।
যদিও বিষয়টি সিরিয়াস আখ্যা দিয়ে জেলাশাসক উদয় ভানু ত্রিপাঠি কোথাও কোনও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
আদিত্যনাথের দেওয়া চেক বাউন্স করায় জরিমানা উত্তরপ্রদেশের দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় সপ্তম স্থানাধিকারীর
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jun 2018 01:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -