ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাতনির জন্ম হল সরকারি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Nov 2017 12:39 PM (IST)
রায়পুর: নজির তৈরি করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রামন সিংহ। তাঁর অন্তঃসত্ত্বা পুত্রবধূ ঐশ্বর্যাকে রায়পুরের এক রাজ্য সরকারি হাসপাতালে ভর্তি করেন তিনি। সেখানেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ঐশ্বর্যা। ডক্টর বি আর অম্বেডকর গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গতকাল ভোরে ভর্তি করা হয় ঐশ্বর্যাকে। বেলা সাড়ে দশটা নাগাদ তাঁর মেয়ে হয়। মুখ্যমন্ত্রী নিজে সে সময় হাসপাতালে ছিলেন, ছিলেন তাঁর সাংসদ পুত্র অভিষেক সহ পরিবারের অন্যান্য সদস্যরা। টুইটারে নাতনিকে কোলে নিয়ে তোলা ছবিও শেয়ার করেন গর্বিত ঠাকুর্দা।