রায়পুর: রাখী-বন্ধন উপলক্ষে সম্প্রতি ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়া জেলার সরকার পরিচালিত এক আবাসিক স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিল প্রশাসন।
জেলা প্রশাসন, ঘটনার তদন্তে একটি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। তাঁরা এবিষয়ে সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবেন। এছাড়া এই ঘটনায় আলাদাভাবে তদন্ত শুরু করেছে সেখানকার পুলিশও।
রাখী উপলক্ষে স্কুলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়ই শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। পুরো অনুষ্ঠানটির মূল উদ্যোক্তাই ছিল সিআরপিএফ বাহিনী। প্রসঙ্গত, গত নবছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে সিআরপিএফ জওয়ানরা।
ওই অনুষ্ঠানে অংশ নিতে প্রায় পাঁচশো ছাত্রী সেদিন স্কুলে হাজির হয়েছিল। অনুষ্ঠান শেষে সিআরপিএফ জওয়ানদের হাতে রাখী বেঁধে দেওয়ার কথা ছিল পড়ুয়াদের।কিন্তু আচমকাই শৌচাগার থেকে বেরনোর পর, পড়ুয়াদের শারীরিক পরীক্ষার নামে গায়ে হাত দেন সিআরপিএফ জওয়ানরা। পড়ুয়াদের অভিযোগ, যখন এক জওয়ান, তাদের ছুঁয়ে তল্লাশি চালাছিল, তখন অন্য জওয়ানরা সেটা দাঁড়িয়ে দেখছিল।
পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতেই পাঁচ সদস্যের কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। মূলত দুই সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
স্কুলের হোস্টেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে খতিয়ে দেখার জন্যে।
ছত্তীসগঢ়ে সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে স্কুল ছাত্রীদের পরীক্ষার ছলে গায়ে হাত দেওয়ার অভিযোগ, শুরু তদন্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Aug 2017 10:31 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -