রায়গড়: ছত্তিশগড়ের সরগুজায় শিশু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারল জনতা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা খুনের কথা স্বীকার করেছে বলে খবর।

সরগুজা আদিবাসীবহুল এলাকা। কয়েকজন বাচ্চা চুরি করে তাদের কিডনি বিক্রি করছে বলে মাসদুয়েক ধরে এখানে গুজব ছড়িয়েছিল। আতঙ্ক এমন জায়গায় পৌঁছয় যে গ্রামবাসীরা ছেলেমেয়েদের স্কুলেও পাঠাচ্ছিলেন না। এ ব্যাপারে পুলিশের কাছে খবর ছিল কিন্তু ভয় দূর করার কোনও ব্যবস্থা তারা নেয়নি।

আর সেই গুজবেরই শিকার হলেন মৃত যুবক। তাঁর মানসিক রোগ ছিল বলে জানা গিয়েছে। তাঁর খুনের পর পুলিশ জানিয়েছে, শিশু চুরির অভিযোগ ভিত্তিহীন, তার কোনও প্রমাণ নেই।

মৃতের বয়স আনুমানিক ৪০। তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়েছে। এখনও কেউ দেহ নিতে আসেননি। খুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তার ভিত্তিতেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।