জানা গেছে, একদল পর্যটক জঙ্গল সাফারিতে গিয়েছিলেন। সেই সময় রাস্তায় তাঁর দুটি বাঘ লড়াই করছিল। এরইমধ্যে একটি বাঘ আচমকাই পর্যটকদের বাসের জানালার পর্দা কামড়ে ধরার চেষ্টা করে। বাঘটি এভাবে বাসের ওপর হামলা চালানোর চেষ্টা করলে এক পর্যটক দ্রুত বাসটিকে চালিয়ে নিয়ে যেতে বলেন। বাসটি চলতে শুরু করলে বাঘটি বাসের পিছু ধাওয়া করে।
পদস্থ আধিকারিকদের নজরে এই ভিডিওটি আসে। এরপর ওই বাসের চালক ও গাইডকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
নন্দনবন জঙ্গল সাফারি ডিরেক্টর এম মার্সি বেল্লা বলেছেন, গাড়ির চালক ওমপ্রকাশ ভারতী ও গাইড নবীন পুনারিয়াকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। তাঁরা সাফারির জন্য নির্ধারিত প্রোটোকল উপেক্ষা করেছেন।
তিনি বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ভিডিওটি তুলেছিলেন গাইড। গাইড ও গাড়ির চালকদের প্রাণী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু এই দুই কর্মী প্রোটোকল ভঙ্গ করেন। গাড়ির গতি বাড়ানোর পরিবর্তে তাঁদের অপেক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করা উচিত ছিল।
সাফারি ডিরেক্টর বলেছেন, ওই পর্যটক গাড়ির দায়িত্বে থাকা ফরেস্ট গার্ডকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।