নয়াদিল্লি: জাল পাসপোর্ট মামলায় গ্যাংস্টার ছোটা রাজন ও তিন অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিককে দোষী সাব্যস্ত করল দিল্লির এক বিশেষ আদালত।


সোমবার, অভিযুক্তদের প্রতারণা, জালিয়াতি, গুরুত্বপূর্ণ নথি জাল করা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেন বিশেষ বিচারক বীরেন্দ্র কুমার গয়াল।


এই মামলায় রাজন ছাড়াও দোষী সাব্যস্ত হওয়া বাকি তিনজন হল—জয়শ্রী দত্তরায় রাহাতে, দীপক নটবরলাল শাহ এবং ললিতা লক্ষ্ণণন।


২০১৫ সালের অক্টোবরে রাজনকে প্রত্যর্পণ করা হয় ভারতে। তার বিরুদ্ধে ৭০-এর বেশি মামলা চলছে। রাজন বর্তমানে তিহাড় জেলে বন্দি। বাকিরা জামিনে ছিল। রায় ঘোষণার পরই তাদের হেফাজতে নেওয়া হয়। আগামীকাল শাস্তি ঘোষণা হবে।