করাচি: আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম হার্ট অ্যাটাকে মৃতপ্রায় বলে যে খবর শোনা যাচ্ছে, তা অস্বীকার করল দাউদের ডান হাত ছোটা শাকিল। শাকিলের বক্তব্য, দাউদ দিব্যি আছে, হার্ট অ্যাটাকের কথা পুরোপুরি ভুয়ো।
তার কথায়, এক্কেবারে সুস্থ রয়েছে ‘ভাই’।
শুক্রবার সন্ধে থেকে ইন্টারনেট তোলপাড় দাউদের অসুস্থ হওয়ার খবরে। জানা যায়, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মুমূর্ষু হয়ে পড়েছে সে। করাচির আগা খান হাসপাতালে চিকিৎসা চলছে তার। পাক সংবাদমাধ্যম তো এ কথাও বলে, মারা গিয়েছে দাউদ।
১৯৯৩-র মুম্বই বিস্ফোরণের পর থেকেই পাকিস্তানে আশ্রয় নিয়েছে ৬১ বছরের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। ভারত সরকারের অন্যতম মোস্ট ওয়ান্টেড এই দুষ্কৃতী করাচিতে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ছত্রছায়ায় থাকে বলে খবর।
দাউদ এক্কেবারে সুস্থ, হার্ট অ্যাটাকের খবর সত্যি নয়, দাবি ছোটা শাকিলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2017 04:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -