নয়াদিল্লি: দাউদ ইব্রাহিমের টার্গেট পাক বংশোদ্ভূত কানাডীয় লেখক তারেক ফাতেহ। দাউদের ডান হাত ছোটা শাকিলের এক সঙ্গীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তারেক ফাতেহকে খুন করাই উদ্দেশ্য ছিল তার।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তর নাম জুনেদ চৌধুরি। ৭ তারিথ গভীর রাতে উত্তর পূর্ব দিল্লির ওয়াজিরাবাদ রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তারেক ফাতেহ বহুবার পাকিস্তানকে টার্গেট করেছেন। তাই তাঁকে মেরে ফেলার ছক কষেছিল সে। তারেক এই মুহূর্তে দিল্লিতে নেই। তা সত্ত্বেও সে এলাকা দেখে রেকি করতে আসে।

গত বছর জুনেও তিন সঙ্গীর সঙ্গে গ্রেফতার হয় এই জুনেদ। ছোটা শাকিলের কাছ থেকে আসা অস্ত্রশস্ত্র ও হাওয়ালার মাধ্যমে আসা টাকা পাওয়া যায় তার কাছে। তখন তারা হিন্দুসভা প্রধান স্বামী চক্রপাণিকে খুনের ছক কষেছিল।

জামিন বাতিল হয়ে গেলে তাকে তিহার জেলে পাঠিয়ে দেওয়া হয়। জামিন পেয়ে সে ফের যোগাযোগ করে শাকিলের সঙ্গে। তারপর থেকে দিল্লিতে শাকিলের কাজকর্ম দেখত সে। তাকে জেরা করছে পুলিশ।