নয়াদিল্লি: পিটার মুখোপাধ্যায় মালিকানাধীন আইএনএক্স মিডিয়াকে ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড (এফআইপিবি) বা বিদেশি বিনিয়োগ গ্রহণ করার অনুমোদন দেওয়ার বিনিময়ে নিজের ছেলে কার্তির ব্যবসায় সাহায্য চেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। সিবিআই জানিয়েছে, আইএনএক্স সংক্রান্ত আর্থিক তছরুপ ও দুর্নীতি মামলায় জেরার মুখে তদন্তকারীদের এমনটাই জানিয়েছেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জেরার মুখে ইন্দ্রাণী জানান, ২০০৮ সালে তিনি ও পিটার নর্থ ব্লকে চিদম্বরমের দফতরে গিয়ে দেখা করেছিলেন। তিনি বলেন, আইএনএক্স মিডিয়া যাতে বিদেশি বিনিয়োগ পেতে পারে, সেই অনুমোদনের জন্য চিদম্বরমকে লিখিত আবেদন করেন পিটার। তখন অনুমোদনের পরিবর্তে ছেলে কার্তির ব্যবসার জন্য বিদেশি অর্থ জোগাড় করতে পিটারকে বলেছিলেন চিদম্বরম।
ইন্দ্রাণী যোগ করেন, চিদম্বরমের কথামতো, তাঁরা দিল্লির একটি হোটেলে কার্তির সঙ্গে দেখা করেন। সেখানে একটি বিদেশি অ্যাকাউন্টে ১০ লক্ষ মার্কিন ডলার ট্রান্সফার করতে পিটারকে বলেন চিদম্বরম-পুত্র। পিটার জানান, যেহেতু তাঁর বিদেশি লেনদেনের অনুমতি নেই, তাই তিনি করতে পারবেন না। তখন কার্তি তাঁর দুটি সংস্থা -- চেস ম্যানেজমেন্ট ও অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক-এর মাধ্যমে ওই অর্থ ট্রান্সফার করতে পিটারকে বলেন।
যদিও চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি এই সব অভিযোগ খারিজ করেন।