নয়াদিল্লি: করোনা-কালে 'আত্মনির্ভর ভারত'-এর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই দর্শন মেনেই রবিবার প্রতিরক্ষা মন্ত্রক ঘোষণা করল, যন্ত্রাংশ তৈরির ব্যাপারে তারা দেশীয় সংস্থার ওপর ভরসা করতে চায়।


প্রতিরক্ষামন্ত্রী  রাজনাথ সিং জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত ১০১টি যন্ত্র আর বিদেশ থেকে আমদানি করা হবে না। যার অর্থ, পরবর্তী ৬-৭ বছরের মধ্যে দেশীয় সংস্থাগুলি প্রায় ৪ লক্ষ কোটি টাকার কাজ হাতে পাবে।



তবে রাজনাথের ঘোষণাকে কটাক্ষ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, ‘সকালে প্রতিরক্ষামন্ত্রী বড় ঘোষণা করবেন বলে জানান। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তা পর্বতের মূষিক প্রসব হয়ে দাঁড়াল।’ চিদম্বরম বলেন, প্রতিরক্ষা সরঞ্জামের প্রধান আমদানিকারী হল প্রতিরক্ষা মন্ত্রক। তাই আমদানির ওপরে যে কোনও নিষেধাজ্ঞা পারতপক্ষে নিজের ওপরেই নিষেধাজ্ঞা জারি করার সামিল। প্রতিরক্ষামন্ত্রী তাঁর রবিবারের ঐতিহাসিক ঘোষণায় যা বলেছেন তা তাঁর মন্ত্রকের একজন আধিকারিকের কাজ। প্রাক্তন অর্থমন্ত্রী আরও বলেন, আমদানির ওপরে নিষেধাজ্ঞা অনেক বড় কথা। এর অর্থ আমরা কিছু সরঞ্জাম ২-৪ বছরের মধ্যে তৈরি করে ফেলব। তার পর ওইসব সরঞ্জাম আমদানি বন্ধ করে দেব। সেটা কতটা সম্ভবপর হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন চিদম্বরম।