চেন্নাই: আর্থিক দুর্নীতির অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করল সিবিআই। লন্ডন থেকে ফেরার পথে তাঁকে গ্রেফতার করা হয়।
বেশ কয়েক মাস ধরে কার্তির বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও বিদেশি মুদ্রা আইন ভাঙার অভিযোগের তদন্ত করছে সিবিআই। অভিযোগ, একটি বেসরকারি সংস্থার কাছ থেকে সাড়ে ৩ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। সেই সময়ে তাঁর বাবা পি চিদম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন। কার্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তদন্তে নামে সিবিআই।
তবে এই গ্রেফতারির পর কংগ্রেসের প্রতিক্রিয়া, মোদী সরকারের আমলে নীরব মোদী, মেহুল চোকসি, দ্বারকাদাস শেঠ জুয়েলার্স কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই এই গ্রেফতারি। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বিরোধীদের টার্গেট করা হচ্ছে বলেও দাবি কংগ্রেসের।
দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার চিদম্বরম-পুত্র কার্তি চিদম্বরম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Feb 2018 10:31 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -