নয়াদিল্লি: উর্দু কাগজে রাহুল গাঁধীর বক্তব্য বলে যা ছাপা হয়েছে, তা নিয়ে বিজেপি নেত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন তাঁর কাছে ব্যাখ্যা চাওয়ায় পাল্টা আসরে পি চিদম্বরম।
উর্দু কাগজটি এক রিপোর্টে দাবি করে, কংগ্রেস সভাপতি দিনকয়েক আগে মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, কংগ্রেস মুসলিমদের পার্টি। কংগ্রেস অবশ্য সেই রিপোর্ট স্রেফ 'গুজব' বলে দাবি করে উড়িয়ে বলে, তারা ১৩২ কোটি ভারতীয়র দল। কিন্তু তারপরও সীতারামন গতকাল বলেন, রাহুল গাঁধীকে তাঁর অবস্থান স্পষ্ট করতে হবে। কংগ্রেস ধর্ম ও সাম্প্রদায়িক বিভাজনের তাস খেলছে বলেও অভিযোগ করেন তিনি।




আজ কয়েক দফা ট্যুইট করে তার জবাব দেন চিদম্বরম। তিনি কটাক্ষ করেন, পাকিস্তানকে বশ করে, সন্ত্রাসবাদ খতম করে, অনুপ্রবেশ বন্ধ করে, রাফালে যুদ্ধবিমান জোগাড়ে করে এখন প্রতিরক্ষামন্ত্রীর অফুরন্ত হাতে সব দল, নানা জনের ধর্মীয় আনুগত্য নিয়ে খোঁজখবর করার প্রচুর সময় আছে।




আরেকটি ট্যুইটে বলেন, প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, লোকসভা ভোটের মুখে দাঙ্গা ছড়ানোর ছক রয়েছে। ওনার অবশ্যই সেই গোপন (?) তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শেয়ার করা উচিত।