নয়াদিল্লি: সু্প্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন। সোমবার প্রেস বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে দিল শীর্ষ ন্যায়ালয় কর্তৃক গঠিত বিশেষ প্যানেল। এস এ ববদে, ইন্দু মালহোত্রা ও ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র বিচারপতিদের নিয়ে তৈরি হওয়া সুপ্রিম কোর্টের বিশেষ প্যানেল সোমবার জানিয়ে দেয়, রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগের কোনও সত্যতা নেই। এবং এই তদন্তের রিপোর্ট জনসমক্ষে আনার কোনও বাধ্যবাধকতাও নেই, আর সেকারণেই তা প্রকাশ করা হবে না।


প্রসঙ্গত, ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন সুপ্রিম কোর্টেরই এক প্রাক্তন কর্মী। চলতি বছরের এপ্রিল মাসের ১৯ তারিখ এই অভিযোগ দায়ের হয়েছিল। আর সেই অভিযোগের ভিত্তিতেই একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়।


যদিও এপ্রিলের ৩০ তারিখই প্যানেলের তদন্ত থেকে সরে দাঁড়ান অভিযোগকারিণী। তাঁর অভিযোগ, সু্প্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের নিয়ে গঠিত ‘বিশেষ প্যানেলের পরিবেশ ভয়াবহ’। এখানে সুবিচার পাবেন না, এই আশঙ্কা থেকেই তদন্ত থেকে সরে দাঁড়ান তিনি। তবে এরপরও তদন্ত চালিয়ে যায় ওই বিশেষ প্যানেল। ১ মে সেই প্যানেলের সম্মুখীন হন বিচারপতি রঞ্জন গগৈ। চলতি মাসের ৫ তারিখ এই তদন্তে একটি রিপোর্ট পেশ করে তিন বিচারপতির বিশেষ প্যানেল। আজ প্যানেলের তরফে জানিয়ে দেওয়া হয়, রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।