এবার সচেতনতা প্রচারে নিজের ট্যুইটার থেকে একটি ছবি পোস্ট করলেন খোদ নরেন্দ্র মোদি। ছবিটিতে দেখা যাচ্ছে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক শিশু। তাতে লেখা আছে- 'অগর ম্যায় মা কে গর্ভ মে ন মাহিনে রহে সকতি হুঁ তো ক্যায়া আপ ভারত মা কে লিয়ে ২১ দিন ঘর নহী রহে সকতে? স্টে হোম বি সেফ' । অর্থাৎ আমি যদি আমার মায়ের গর্ভে ৯ মাস পর্যন্ত থাকতে পারি, আপনারা কি ভারতমাতার জন্য ২১ দিন ঘরে থাকতে পারবেন না? ঘরে থাকুন, সুস্থ থাকুন।
এই ছবিটি শেয়ার করে মোদি লেখেন, 'ছবির কথাগুলি আকর্ষণীয় ও মন ছুঁয়ে যায়।' শিশুর মাধ্যমে বলা এই সতর্কবার্তা সত্যিই সহজেই জনগণের কাছে অর্থবহ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
করোনা আবহে লকডাউন মানার বার্তা নিয়ে প্রচার চলছে সমস্ত জায়গায়। কোথাও লকডাউনের নিয়ম ভাঙলে শাস্তি হিসাবে করোনা রোগীদের দেখাশোনা করতে পাঠাচ্ছে প্রশাসন। আবার কোথাও করোনার আদলে হেলমেট পরে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মী।