বেঙ্গালুরু: শিশুচোর সন্দেহে গণপিটুনির বলি হলেন এক ইঞ্জিনিয়ার। কর্নাটকের বিদার জেলায় ঘটেছে এই ঘটনা। মৃত ইঞ্জিনিয়ারের নাম অজাম, শিশুদের মধ্যে চকোলেট বিলি করছিলেন তিনি। অভিযোগ, তখনই জনতা তাঁকে শিশুচোর সন্দেহে পিটিয়ে খুন করে।
এই গণপিটুনিতে গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। এঁদের মধ্যে ১ জন কাতারের নাগরিক। মৃত ইঞ্জিনিয়ারের পরিবার জানিয়েছে, পরশু বিদারে এক অনুষ্ঠানে যোগ দিতে হায়দরাবাদ থেকে এসেছিলেন ওই ৪ জন। তখনই একজন স্কুলের পড়ুয়াদের মধ্যে চকোলেট বিলি করেন। স্থানীয় মানুষ সন্দেহ করে, যে এঁরা শিশু চুরির উদ্দেশে এ সব করছেন। শুরু হয় গণপিটুনি, এতে অজামের মৃত্যু হয়। অন্য তিনজন, বশির, সালাম ও আক্রম গুরুতর জখম হয়েছেন।
আহতদের প্রথমে বিদারের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, তারপর নিয়ে যাওয়া হয় হায়দরাবাদের হাসপাতালে। এই ঘটনায় ৩০ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাচ্চা চুরির গুজব ছড়ানো হয়, গ্রেফতার করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের ৩ জন অ্যাডমিনকে। ঘটনার তদন্ত চলছে।
গণপিটুনিতে আহতদের একজন জানিয়েছেন, চকোলেট বিলির পর তাঁরা যখন গাড়ি করে পাশের গ্রামে ঢুকছিলেন, তখন গ্রামবাসী গাছ দিয়ে রাস্তা আটকে দেয়। অজাম গাড়ি চালাচ্ছিলেন, পরিস্থিতি দেখে দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু রাস্তার পাশে খালে পড়ে যায় গাড়ি। তখনই স্থানীয় মানুষ মারতে শুরু করে তাঁদের।
শিশুদের মধ্যে বিলি করছিলেন চকোলেট, বাচ্চা চোর সন্দেহে ইঞ্জিনিয়ারকে পিটিয়ে মারা হল কর্নাটকে
ABP Ananda, Web Desk
Updated at:
15 Jul 2018 12:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -