বারমেরে স্কুলে ৬ বছরের মেয়েকে ‘ধর্ষণ’ দুই সাফাইকর্মীর
Web Desk, ABP Ananda | 16 Sep 2017 06:43 PM (IST)
C
জয়পুর: ফের স্কুলে যৌন নির্যাতনের শিকার এক শিশু। রাজস্থানের বারমের জেলার একটি সরকারি স্কুলে দুই সাফাইকর্মীর বিরুদ্ধে ৬ বছরের একটি মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মেয়েটির বাবা-মায়ের অভিযোগে অভিযুক্ত দুই সাফাইকর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ডি) ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার গগনদীপ সিংলা। তবে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মেয়েটির শারীরিক পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাতে কোনও ফল হয়নি। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কয়েকদিন আগেই গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের শৌচাগার থেকে সাত বছরের প্রদ্যুম্ন ঠাকুরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। তাকে যৌন নিগ্রহে ব্যর্থ হয়েই খুনের অভিযোগ উঠেছে বাস কন্ডাক্টরের বিরুদ্ধে। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় আরও কয়েকটি স্কুলে ছাত্র-ছাত্রীদের উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে। কিন্তু তারপরেও এই ঘটনায় স্কুলে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।