বালিয়া: জনসংখ্যার বৃদ্ধি যখন এদেশে একটা উদ্বেগের বিষয়। তখন ধর্মকে হাতিয়ার করে বেশি করে সন্তান জন্ম দেওয়ার পরামর্শ উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহর। তাঁর বিতর্কিত মন্তব্য, ‘সন্তান ঈশ্বরের উপহার এবং প্রত্যেক হিন্দুর কমপক্ষে পাঁচটি সন্তান হওয়া উচিত। দুটি পুরুষের জন্য, দুটি মহিলার জন্য। আর বাকি একটি উদ্বৃত্ত’।
বৈরিয়ার এই বিধায়ক বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে ভারসাম্য না থাকলে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে। চলতি মাসের গোড়াতেও বিতর্কিত মন্তব্য করছিলেন এই বিজেপি বিধায়ক। তিনি বলেছেন, ‘রাম ধরা ভূমিতে নেমে এলেও ধর্ষণ আটকানো যাবে না’।
গতকাল রাতে সেই সুরেন্দ্র সিংহ বলেছেন, হিন্দুদের প্রত্যেকের কম করে পাঁচটি করে সন্তান থাকা উচিত। তিনি বলেছেন, ‘সন্তান ভগবানের প্রসাদ। হিন্দুরা শক্তিশালী হলে তবেই ভারত শক্তিশালী হতে পারে। হিন্দুরা দুর্বল হলে ভারতও দুর্বল হবে’।
তিনি আরও বলেছেন, সন্ত্রাসবাদীদের জন্য নয়, নিজেদের জন্যই সংখ্যালঘু হয়ে পড়বে হিন্দুরা।
সুরেন্দ্র সিংহর আলটপকা মন্তব্যে প্রায়শই অস্বস্তিতে পড়তে হয় রাজ্য বিজেপি নেতৃত্বকে। ফুলপুর ও কৈরানা উপনির্বাচনে হারের পর তিনি এর জন্য দায়ী করেছিলেন যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রীদের।
সন্তান ভগবানের 'প্রসাদ', প্রত্যেক হিন্দুর অনন্ত পাঁচটি থাকা উচিত: বিজেপি বিধায়ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jul 2018 05:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -